অভিনেত্রী শিল্পা শেঠিকে ঘিরে সাম্প্রতিক আয়কর দফতরের তল্লাশির খবর নিয়ে বিনোদন অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। তবে এই ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে কড়া অবস্থান নিলেন অভিনেত্রীর আইনজীবী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, শিল্পার নামে কুৎসা রটানো হলে আইনি পদক্ষেপ নিতে এক মুহূর্তও দেরি করা হবে না।
বৃহস্পতিবার শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, ষাট কোটি টাকা প্রতারণার অভিযোগে তাঁদের মুম্বইয়ের বাড়িতে আয়কর দফতর তল্লাশি চালিয়েছে। এই খবর প্রকাশের পর থেকেই নেটপাড়া ও বিনোদন মহলে শুরু হয় জল্পনা। তবে সেই দাবি সম্পূর্ণ নাকচ করে দেন শিল্পার আইনজীবী প্রশান্ত পাটিল।
আইনজীবীর বক্তব্য, শিল্পার বাড়িতে কোনও বিশেষ তল্লাশি অভিযান হয়নি। নিয়মমাফিক জিজ্ঞাসাবাদের জন্যই আয়কর দপ্তরের লোকজন সেখানে উপস্থিত হয়েছিলেন। অথচ কিছু ব্যক্তি ও মহল ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
আইনজীবীর হুঁশিয়ারি, ভবিষ্যতে যদি কেউ শিল্পা শেট্টীর নামে মিথ্যা অভিযোগ বা কুৎসা ছড়ান, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিল্পা ও রাজ কুন্দ্রার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন এবং তাঁরা তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন।
এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের প্রতিও আবেদন জানানো হয়েছে, যাতে সংবেদনশীলতার সঙ্গে খবর পরিবেশন করা হয় এবং যাচাই ছাড়া কোনও তথ্য প্রকাশ না করা হয়। সব মিলিয়ে, আয়কর দফতরের উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই এবার আরও এক ধাপ কড়া অবস্থান নিলেন শিল্পা শেঠির আইনি টিম।
আরপি/এসএন