আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোরে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে ৬১ কিলোমিটার (৩৮ মাইল) দূরে। খবর আনাদোলুর।
ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে গত মাসে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজ প্রদেশে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।
এরও আগে গত আগস্টে পূর্ব আফগানিস্তানে সংঘটিত এক ভূমিকম্পে দুই হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় দেশটিতে বেশ ভূমিকম্পপ্রবণ।
এদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে। ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি হয়। ভূমিকম্পে তাইওয়ানের রাজধানী তাইপের ভবনগুলো কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এমকে/এসএন