ভেনেজুয়েলা ইস্যুতে ‘মারাত্মক ভুল’ না করতে যুক্তরাষ্ট্রকে কড়াবার্তা রাশিয়ার

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের তেল ট্যাংকার অবরোধ ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনকে ‘মারাত্মক ভুল’ না করতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। একইসঙ্গে ওয়াশিংটনকে সংযম প্রদর্শনের বার্তাও দিয়েছে মস্কো। পাশাপাশি মিত্র দেশ ভেনেজুয়েলার প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেছে রাশিয়া।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ভেনেজুয়েলা সংকটে যুক্তরাষ্ট্রকে ‘মারাত্মক ভুল’ না করার আহ্বান জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়ে দেশটি বলেছে, তারা তাদের মিত্র দেশ ভেনেজুয়েলার সঙ্গে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ’ রাখছে।
এর আগে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারে অবরোধের নির্দেশ দেন।

এতে ওয়াশিংটন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন দক্ষিণ আমেরিকার এই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যায়। তবে ভেনেজুয়েলা জানিয়েছে, এই ঘোষণার ফলে তাদের অপরিশোধিত তেল রপ্তানি ব্যাহত হয়নি। এতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে দেশটির দৃঢ় অবস্থানের ইঙ্গিত মিলেছে।

মাদুরো দীর্ঘদিন ধরেই ক্রেমলিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তিনি নিয়মিতভাবে মস্কো সফর করে আসছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আশা করে হোয়াইট হাউস ‘কোনো মারাত্মক ভুল করবে না’ এবং এমন পরিস্থিতিতে আর এগোবে না, যা পুরো পশ্চিম গোলার্ধের জন্য অনিশ্চিত ও বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।

রাশিয়ার এই মন্ত্রণালয়টি চলমান পরিস্থিতিতে ‘উত্তেজনা প্রশমন’ করার আহ্বান জানিয়ে মাদুরো সরকারের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, তারা ভেনেজুয়েলার সঙ্গে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ’ রাখছে। এমনকি ভেনেজুয়েলাকে তারা তাদের ‘মিত্র ও অংশীদার’ হিসেবেও উল্লেখ করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘পরিস্থিতির কোনও অনিশ্চিত রূপ নেয়া ঠেকাতে আমরা অবশ্যই এই অঞ্চলের সব দেশকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি’। এই অবরোধ বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এর আগে এই সপ্তাহেই দেয়া ঘোষণায় ট্রাম্প বলেন, ‘দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনেজুয়েলাকে পুরোপুরি ঘিরে ফেলা হয়েছে’। এই মন্তব্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের আশঙ্কা আরও জোরালো করেছে।

এছাড়া চলতি মাসের শুরুতে এক ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় ঢাবিতে দোয়া মাহফিল Dec 19, 2025
img
হাদির হত্যাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি Dec 19, 2025
img
ওসমান হাদির নিজ জেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ Dec 19, 2025
img
ছায়ানটে হামলায় উদ্বেগ প্রকাশ অর্ণবের Dec 19, 2025
img
হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের মানুষ রাজপথেই থাকবে: নাসীরুদ্দীন Dec 19, 2025
img
দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা Dec 19, 2025
img
দেশে ফিরতে ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান Dec 19, 2025
img
ওসমান হাদির জানাজা ঘিরে সরকারের নির্দেশনা Dec 19, 2025
img
দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট Dec 19, 2025
img
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ৩৪৫ বাংলাদেশি Dec 19, 2025
img
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ Dec 19, 2025
img
শহিদ ওসমান হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায় Dec 19, 2025
img
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ Dec 19, 2025
img
বিয়ে করবেন তাই আইপিএল খেলবেন না অজি তারকা Dec 19, 2025
img
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও শোক র‌্যালি Dec 19, 2025
img
শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে: ইনকিলাব মঞ্চ Dec 19, 2025
img
গাজীপুরে প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন Dec 19, 2025
img
গণমাধ্যমের ওপর হামলা মানে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত : জামায়াতে আমির Dec 19, 2025
img
হাদির মৃত্যুতে স্থগিত কক্সবাজারের বিজয় মেলা Dec 19, 2025
img
সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা Dec 19, 2025