ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুম শুরুর আগেই বড় ধরনের বিপাকে পড়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। চড়া দামে অস্ট্রেলীয় উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকে দলে ভেড়ালেও পুরো আসরে তাকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। নিজের বিয়ের জন্য আইপিএলের অধিকাংশ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অজি তারকা।
গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে জশ ইংলিসকে দলে নেয় লক্ষ্ণৌ। তবে নিলামের রেশ কাটতে না কাটতেই জানা গেছে, এপ্রিলের শুরুতে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতার কারণে পুরো আসরের মধ্যে মাত্র তিনটি ম্যাচে ইংলিশের সেবা পাবে লক্ষ্ণৌ।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে ইংলিস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘এবারের মৌসুমে আমি পুরো সময় খেলতে পারব না। এপ্রিলের শুরুতে আমার বিয়ে, সত্যি বলতে ওই সময় আমি আইপিএলে থাকতে চাই না।’
জশ ইংলিশের এই আকস্মিক সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। দলের সহ-প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া এই অজি ক্রিকেটারের আচরণকে সরাসরি ‘অপেশাদার’ বলে অভিহিত করেছেন। ভাদিয়ার মতে, নিলামের আগে ডেডলাইন সম্পর্কে সবাই জানলেও ইংলিস তার সীমাবদ্ধতার কথা আগেভাগে জানাননি।
নেস ভাদিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,‘সে আমাদের আগেই বিষয়টি জানাতে পারত। নিলামের মাত্র ৪৫ মিনিট আগে এসে এমন কথা বলা মোটেও পেশাদার আচরণ নয়।’ তবে বিরক্তি প্রকাশ করলেও ইংলিশের ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাতে ভোলেননি ভাদিয়া।
তিনি আরও যোগ করেন,‘সে ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। অস্ট্রেলিয়ার হয়ে সে দারুণ খেলবে, সেই বিশ্বাস আছে। তবে আইপিএলের ক্ষেত্রে তার অপেশাদার আচরণ আমাদের হতাশ করেছে।’
নিলামের সময় ইংলিস জানিয়েছিলেন তিনি পুরো মৌসুমের জন্য উপলব্ধ থাকবেন। এমনকি নিলামের দিন শুরুতে অবিক্রিত থাকলেও পরে লক্ষ্ণৌ তাকে বিশাল অঙ্কে দলে নেয়। ইংলিশের ভাষায়,‘আমি যখন শুরুতে অবিক্রিত থাকলাম, ভাবলাম ঠিক আছে, ঘুমিয়ে পড়ি এবং পরের দিনের অ্যাশেজ প্রস্তুতি নিই। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি আমি দল পেয়ে গেছি।’
লক্ষ্ণৌর পরিকল্পনায় জশ ইংলিস বড় একটি অংশ থাকলেও তার এই অনুপস্থিতি এখন ফ্র্যাঞ্চাইজিটিকে নতুন করে কৌশল সাজাতে বাধ্য করছে। পুরো মৌসুমের জন্য তার বিকল্প কাউকে নেয়া হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
এবি/টিকে