ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সংগীত শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ ‘ছায়ানট’ ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তানজিলুর রহমান সৌমিক একটি ফেসবুক পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করেন অর্ণব। ওই পোস্টে সৌমিক ছায়ানটে চালানো ধ্বংসযজ্ঞের ১৫টি ছবি আপলোড করেন।
ছবিতে দেখা যাচ্ছে, ছায়ানট ভবনের ভেতরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে হারমোনিয়াম, এলোমেলো পড়ে আছে তবলা, ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র। একটি কক্ষ পুড়িয়ে দেয়া হয়েছে।
ছবিগুলোর ক্যাপশনে সৌমিক লেখেন, ‘বই, সঙ্গীত, শিল্প সাহিত্যের প্রতি ক্ষোভ কাদের থাকে?’
এ পোস্ট শেয়ার করে অর্ণব সংগীতশিল্পীদের অস্তিত্ব ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। পোস্টটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, আমাদের সক্রিয়ভাবে অংশ নিতে হবে এবং ভোট দিতে হবে। নইলে আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ব।
অর্ণব আরও লেখেন, দেখুন, ছায়ানটের সঙ্গে কী করা হয়েছে। আমাদের পাল্টা লড়াইয়ের একমাত্র উপায় ভোট দেয়া এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করা।
আরও পড়ুন: ‘গোপনে’ ঢাকায় একের পর এক আতিফের প্রাইভেট শো!
প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর মধ্যরাতে রাজধানীর ছায়ানট কার্যালয়ে হামলা চালানো হয়। ভাংচুর, নাশকতার পর দেয়া হয় অগ্নিসংযোগ। সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে এমন ধ্বংসযজ্ঞে স্তব্ধ পুরো দেশ ও নেটিজেনরা।
টিজে/টিকে