মাস তিনেক আগে অনুষ্ঠিত হয় ২০২৫ এশিয়া কাপের ফাইনাল। যেখানে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। দেশ দুটির মাঝে রাজনৈতিক বিবাদের জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপ ট্রফি নেয়নি ভারত। সেই ট্রফি এখনও তাদের হাতে উঠেনি। এরই মাঝে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ মুখোমুখি হতে যাচ্ছে।
আজ (শুক্রবার) যুব এশিয়া কাপের পৃথক সেমিফাইনালে জিতেছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সমান ব্যবধানে ভারত হারিয়েছে শ্রীলঙ্কাকে। দুটি ম্যাচই আবার বৃষ্টির কবলে পড়েছিল, ফলে কমিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য। আগামী ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে ভারত-পাকিস্তান যুব এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কবলে পড়ায় ম্যাচটি ২০ ওভারে নামিয়ে আনা হয়। যেখানে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৮ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। তাদের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন চামিকা হিনাতিগালা। এ ছাড়া অধিনায়ক ভিমান দিনসারা ৩২ এবং সেথমিকা সেনেভিরাত্নে ৩০ রান করেছেন। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন হেনিল প্যাটেল ও কানিষ্ক চৌহান।
লক্ষ্য তাড়ায় নেমে ভারত দলীয় ৭ এবং ২৫ রানে দুই ওপেনার আয়ুশ মাহাত্রে (৭) ও বৈভব সূর্যবংশীকে (৯) হারায়। বাকি সময়ে তাদের আর পেছনে ফিরতে দেননি অ্যারন জর্জ ও ভিহান মালহোত্রা। দুজন মিলে ১১৪ রানে জুটিতে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ভিহান ৪৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬১ এবং জর্জ ৪৯ বলে ৪ চার ও এক ছক্কায় ৫৮ রান করেন। এতে ১২ বল এবং ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারতীয় যুবারা। বিপরীতে লঙ্কানদের দুটি উইকেট নেন রাসিথ নিমসারা।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নামিয়ে আনা হয় ২৭ ওভারে। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৬.৩ ওভারে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় আজিজুল হাকিম তামিমের দল। বাংলাদেশের পক্ষে সামিউন বশির রাতুল ৩৩ রান করেছেন। লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তানি যুবারা ৮ উইকেট এবং ৬৩ বল হাতে রেখে জিতেছে। তাদের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন ওপেনার সামির মিনহাস।
এর আগে চলমান যুব এশিয়া কাপের গ্রুপপর্বে দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের। যেখানে পাকিস্তানকে ৯০ রানের বড় ব্যবধানে হারায় ভারত। আগে ব্যাট করতে নেমে আয়ুশ মাহাত্রের দল ২৪০ রান তোলে। লক্ষ্য তাড়ায় নেমে ১৫০ রানেই গুটিয়ে যায় ফারহান ইউসুফের পাকিস্তান।
এমআর/টিকে