শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদল করতে পারে। এরকম একটা গুঞ্জন প্রায় এক মাস ধরে। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ফরম্যাটটির দায়িত্ব পেয়েছেন দাসুন শানাকা। তাকে অধিনায়ক শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
শানাকাসহ শ্রীলঙ্কার স্কোয়াডে একঝাঁক অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস ও দুনিত ভেল্লালেগেদের প্রত্যেকে ব্যাট করার পাশাপাশি স্পিন বলও করতে পারেন। ব্যাটার হিসেবে আছেন পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা ও সদ্য সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
বোলিং বিভাগে নুয়ান থুশারার পাশাপাশি আছেন মাথিশা পাথিরানা, দুশমন্থ চামিরা, মহেশ থিকশানা। তরুণদের মধ্যে দলে জায়গা পেয়েছেন ইশান মালিঙ্গা, বিজয়াকান্ত বিয়াসকান্ত, ট্রাভিন ম্যাথুরা।
ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল ৮ মার্চ। ২০ দলের টুর্নামেন্টে শ্রীলঙ্কা আছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ৮ ফেব্রুয়ারি শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।
শ্রীলঙ্কা স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কামিল মিশ্রা, কুশাল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান দিকভেলা, জানিথ লিয়ানেজ, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পাভান রাথানায়েক, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালেগে, মিলান রাথানায়েক, নুয়ান থুশারা, ইশান মালিঙ্গা, দুশমন্থ চামিরা, প্রমদ মদুশান, মাথিশা পাথিরানা, দিলশান মদুশঙ্কা, মহেশ থিকশানা, দুশন হেমন্ত, বিজয়াকান্ত বিয়াসকান্ত ও ট্রাভিন ম্যাথু।
এসএস/টিকে