দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীর্ঘদিন ধরেই দিন গুনছিলেন জনপ্রিয় কমেডিয়ান জুটি ভারতী সিংহ ও হর্ষ লিম্বাচিয়া। অবশেষে সেই অপেক্ষার অবসান। ভারতীর কোল আলো করে এল তাঁদের দ্বিতীয় সন্তান। আবারও বাবা হলেন হর্ষ লিম্বাচিয়া।
যমজ সন্তানের জল্পনা চললেও, সেই গুঞ্জন সত্যি হল না। দ্বিতীয়বারও পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী। যদিও ভারতী ও হর্ষের ইচ্ছা ছিল এবার তাঁদের পরিবারে আসুক এক কন্যাসন্তান, সেই স্বপ্ন পূরণ হল না।
ভারতী ও হর্ষের ইতিমধ্যেই এক পুত্রসন্তান রয়েছে-লক্ষ্য। তার বয়স এখন ৩ বছর। জানা যাচ্ছে, প্রসবের দিনও অন্য দিনের মতোই শ্যুটিংয়ে গিয়েছিলেন ভারতী। কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং বুঝতে পারেন যে প্রসবের সময় এগিয়ে এসেছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সুস্থভাবে এক পুত্রসন্তানের জন্ম দেন ভারতী। বর্তমানে মা ও সন্তান দু’জনেই ভালো আছেন।
এর আগেই, ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বেশ ধুমধাম করে বেবি শাওয়ার উদযাপন করেছিলেন ভারতী ও হর্ষ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কিতা লোখণ্ডে থেকে শুরু করে ফারহা খানের মতো তারকারা। কেক কাটা, নানা মজার গেম ও হাসি-আড্ডায় ভরপুর ছিল সেই বিশেষ মুহূর্ত।
বিভিন্ন সাক্ষাৎকারে ভারতী ও হর্ষ জানিয়েছিলেন, কন্যাসন্তানের আশায় রয়েছেন তাঁরা। তবে এবারও তাঁদের পরিবারে এল পুত্রসন্তান। এখন নতুন অতিথিকে নিয়ে আনন্দে ভাসছে ভারতী ও হর্ষ এর পরিবার।
পিএ/টিএ