বলিউডে সাহসী উপস্থিতির জন্য পরিচিত মল্লিকা শেরওয়াতকে ঘিরে এবার নতুন আলোচনা। সিনেমার পর্দা পেরিয়ে তিনি হাজির হলেন যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রে, হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ক্রিসমাস নৈশভোজে। নিজেই সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়ার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা।
হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনার একটি দীর্ঘদিনের রেওয়াজ। প্রতি বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবার এই নৈশভোজের আয়োজন করেন। সেখানে আমন্ত্রণ পান হাতে গোনা কয়েকজন, মূলত উচ্চপর্যায়ের ও প্রভাবশালী অতিথিরাই। এমন এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মল্লিকার উপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কাড়ে সবার।
মল্লিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, তিনি হোয়াইট হাউসের প্রবেশপথে দাঁড়িয়ে আছেন। সন্ধ্যার আরেকটি ছবিতে তাঁকে দেখা যায় গোলাপি পোশাক ও ফার জ্যাকেট পরিহিত অবস্থায়। শুধু ছবি নয়, অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্টের ভাষণের ভিডিওও তিনি পোস্ট করেছেন। সেই সঙ্গে লিখেছেন, হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পাওয়া তাঁর কাছে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা এবং তিনি এর জন্য কৃতজ্ঞ।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়ায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকে মল্লিকার সাজ ও উপস্থিতির প্রশংসা করেছেন, কেউ কেউ শুভেচ্ছাও জানিয়েছেন। আবার এর পাশাপাশি উঠেছে প্রশ্নও। কিছু নেটিজেন কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন, কীভাবে তিনি এমন এক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন। কারও মন্তব্যে প্রশংসার সঙ্গে ছিল হালকা খোঁচাও।
একসময় ‘মার্ডার’ ছবির মাধ্যমে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠা মল্লিকা শেরওয়াত সাম্প্রতিক সময়ে বড় পর্দায় তেমন নিয়মিত নন। শেষবার তাঁকে দেখা গেছে একটি ছবির পার্শ্বচরিত্রে। তবু হোয়াইট হাউসের এই উপস্থিতি আবারও তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অভিনয় নয়, বরং এক রাজকীয় নৈশভোজেই নতুন করে কৌতূহল আর বিতর্কের জন্ম দিলেন এই অভিনেত্রী।
এমকে/টিএ