কলকাতার অলিগলি ছেড়ে হঠাৎ বিদেশে গানের শুটিং—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল দর্শকের মনে। সেই কৌতূহলেরই উত্তর দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিল–এর একটি গানের দৃশ্য বিদেশে শুটিং করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নিজের সিদ্ধান্তের কারণও স্পষ্ট করলেন তিনি।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা ঐন্দ্রিলা আজ টেলিভিশন, ওয়েব সিরিজ ও বড়পর্দায় পরিচিত মুখ। আসন্ন এই ছবির জন্যই প্রথমবার দেশের বাইরে গানের শুটিং করলেন তিনি। অভিনেত্রীর কাছে এটি যেমন নতুন অভিজ্ঞতা, তেমনই এক ধরনের প্রাপ্তিও।
ঐন্দ্রিলা জানালেন, সময়ের সঙ্গে বাংলা ছবির ভাষা বদলেছে। এখন আর খুব বেশি বিদেশে শুটিং হয় না। বাণিজ্যিক ছবির ধরনেও এসেছে পরিবর্তন। দশটি ছবির মধ্যে হয়তো একটি ছবিতে বিদেশি লোকেশন দেখা যায়। সেই জায়গা থেকেই নায়িকা হিসেবে বিদেশে গানের শুটিং করার সুযোগ পেয়ে আলাদা উত্তেজনা অনুভব করেছেন তিনি। ছোটবেলায় বাণিজ্যিক ছবির গান দেখে বড় হওয়ার স্মৃতিও ফিরে আসে তাঁর কথায়।
অভিনেত্রীর মতে, শুরুতে তাঁদের পরিকল্পনা ছিল কলকাতার শহর আর অলিগলি ঘিরেই গানের দৃশ্য ধারণ করার। কিন্তু পরে নিজেদের প্রযোজিত ছবির জন্য সেই পরিকল্পনায় বদল আনা হয়। গানের আবহ ও অনুভূতিকে আরও বড় পরিসরে তুলে ধরতেই বিদেশি লোকেশন বেছে নেওয়া হয়। ঐন্দ্রিলা বলেন, একসময় বাংলা চ্যানেলে নিয়মিত ছবির গান দেখানো হতো, যা অনেক তারকা জুটিকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। সেই পুরোনো অনুভূতিটাকেই আবার নতুনভাবে ফিরিয়ে আনতে চেয়েছেন তাঁরা।
নতুন প্রযোজক হিসেবেও এই অভিজ্ঞতা তাঁদের কাছে ইতিবাচক। ছবির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা ব্যবস্থাপনায় সন্তুষ্ট বলেই জানালেন ঐন্দ্রিলা। গানের শুটিংয়ের সময় আবহাওয়াও সহায়ক ছিল। এখন সব মিলিয়ে দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় অভিনেত্রী। আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে নারী চরিত্র বেজায় জটিল।
এমকে/টিএ