নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পৃথক পৃথক কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে বিপুল উত্তরপত্র উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মাহতাব শাহরিয়ার (১৮), ওয়ালিদ হাসান অপু (১৮), সাকিব হোসেন (১৮), কাউছার হোসেন (১৮) ও নাজমুল ইসলাম মেহরাজ (১৩)। আটককৃতদের মধ্যে চার জন কলেজছাত্র।
জানা গেছে, বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময় দুপুরের দিকে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহির থেকে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় ওয়ালিদ হাসান অপু ও মাহতাব শাহরিয়ারকে আটক করা হয়। পরে ছয়ানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে সাকিব, কাউছার ও মেহরাজকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে নাজমুল ইসলাম মেহরাজ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া অপর চার জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাইমস/এইচইউ