বাংলাদেশের আইনজীবী সমাজের ঐতিহ্যবাহী ক্রীড়া আয়োজন “Advocates Premier League (APL) – Season 2” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রাত ৯টায় রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটি, ব্লক-এন এ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে The Advocates Chittagong শিরোপা জিতে নেয়। চ্যাম্পিয়ন হিসেবে দলটি পেয়েছে ৮০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি।
ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল Legal Pirates, Supreme Court Bar। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পরাজিত হয়ে রানার্সআপ হিসেবে তারা অর্জন করে ৪০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন আব্দুল্লাহ আল হানিফ। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট হন রিদয় (স্টামফোর্ডিয়ান শাহীনশাহ)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনজীবীদের মধ্যে ক্রীড়া চর্চা, পারস্পরিক সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধিতে Advocates Premier League গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া টুর্নামেন্টের অন্যান্য ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তরা হলেন, বেস্ট ব্যাটার: মো. রাকিব (লিগাল পাইরেটস), বেস্ট বোলার: সাদ্দাম হোসাইন (The Advocates Chittagong), বেস্ট ফিল্ডার: দেলোয়ার হোসেন (সিলেট জেলা বার অ্যাসোসিয়েশন), ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, অ্যাডভাইজর, Advocates Premier League BD, মকবুল হোসেন সরকার, অ্যাডভাইজর, Advocates Premier League BD, ড. শাহজালাল হক, অ্যাডভাইজর, Advocates Premier League BD ও চেয়ারম্যান, ভিক্টোরি ল ফাউন্ডেশন, সখিনা জোলি, সাধারণ সম্পাদক, ভিক্টোরি ল ফাউন্ডেশন, এ আর মল্লিক রনি, ডি.জে.এম, টি স্পোর্টস
,সৈয়দ ফজলে এলাহি, কাউন্সিলর, বিসিবি সিলেট বিভাগ
,মো. মাযহারুল ইসলাম চৌধুরী।
এছাড়াও সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের বিশিষ্ট আইনজীবী, APL আয়োজক কমিটির সদস্য, দলগুলোর অধিনায়ক, ক্রীড়া ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবি/টিকে