প্রতিদিন গ্রেপ্তার ২ হাজার, নির্বাচনে উৎসবের আমেজ ফিরবে : ইসি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, গণমাধ্যম অফিসে হামলা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন শুরু হয়েছে। এর ফলে নির্বাচনে উৎসবের আমেজ ফিরবে বলে জানান তিনি।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি প্রতিপালনসহ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বৈঠক করে নির্বাচন কমিশন। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এর আগে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধানের সঙ্গে দুপুর ১২টায় বৈঠক করে ইসি। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান কমিশনার সানাউল্লাহ।

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে দীর্ঘ সময় ধরে চলা হামলার বিষয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, আপনারা আমাদের অংশীজন। আপনারা নিরাপদ বোধ না করলে দায়িত্ব পালন করবেন কীভাবে? একটি দুষ্টচক্র মানুষের আবেগ ও ক্ষোভকে কাজে লাগিয়ে এসব ঘটিয়েছে। তবে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, এই সুযোগ আর দেওয়া হবে না। এই ঘটনায় অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, সারা দেশে বর্তমানে ‘ডেভিল হান্ট’ অপারেশন চলছে। অপারেশন শুরুর পর একটি বাহিনীই ৫৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। সেইসঙ্গে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার করে গ্রেপ্তার করা হচ্ছে।

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার পরদিনই এই ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর কোনো ল্যাপস ছিল কি না, তা নিয়ে ইন্ট্রোস্পেকশন করার সুযোগ আছে। যারা দস্যুতা ও হত্যাকাণ্ড ঘটাবে, তাদের প্রতি কোনো মানবিকতা দেখানো হবে না।

নির্বাচনে সেনাবাহিনী প্রিজাইডিং অফিসারের অধীনে নয়, বরং স্বাধীনভাবে কাজ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার জানান, তিন বাহিনী প্রধানদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচনে সেনাবাহিনীর প্রায় ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। যার এক-তৃতীয়াংশ ইতোমধ্যে মাঠে নেমেছে। তারা সমন্বিতভাবে যৌথ বাহিনীর সঙ্গে কাজ করবে।

তিনি জানান, নির্বাচন বানচাল করতে শহর এলাকাকে টার্গেট করে চোরাগোপ্তা হামলা চালানো হতে পারে। এ অবস্থায় প্রার্থীদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অপরিচিত কাউকে যাচাই ছাড়া পাশে রাখা যাবে না। সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। যেকোনো অনিয়মের বিষয়ে রিটার্নিং অফিসার বা কমিশনে লিখিত অভিযোগ দিতে হবে।

অপ্রীতিকর ঘটনাগুলো উৎসবের আমেজে কিছুটা ভাটা ফেললেও কমিশন আশাবাদী বলে জানান সানাউল্লাহ। তিনি বলেন, বড় উৎসবের সময় দুর্ঘটনা ঘটলে আমেজ কিছুটা নষ্ট হয়। ওসমান হাদির হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। যারা উৎসবের পরিবেশ নষ্ট করতে চায়, তারা ব্যর্থ হবে। ভোটার, প্রার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে উৎসবের পরিবেশ ফিরিয়ে আনা হবে।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
সুদানে মার্কেটে ড্রোন হামলায় নিহত ১০ Dec 21, 2025
img
মাইলি সাইরাস পেলেন বিশেষ সম্মাননা Dec 21, 2025
img
ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে : পীর চরমোনাই Dec 21, 2025
img
কারাগারে বসে মনোনয়নপত্র নিলেন সাবেক এমপি Dec 21, 2025
img
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেয়েছে বিএনপি Dec 21, 2025
img
হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে বিএনপি : প্রিন্স Dec 21, 2025
img
প্রবৃদ্ধি ১৫ শতাংশ, তবু রাজস্বে ঘাটতি ২৪ হাজার কোটি Dec 21, 2025
img
২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোটিং অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে Dec 21, 2025
img
আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ Dec 21, 2025
img
কে করবেন রাজশাহীর উইকেটকিপিং? মুশফিক নাকি আকবর? Dec 21, 2025
img
ফরাসি প্রেসিডেন্টের বাসভবনে চুরি প্রায় ৬০ লক্ষ টাকার সামগ্রী , আটক ৩ Dec 21, 2025
img
হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা Dec 21, 2025
img
নির্বাচন বানচাল করতেই ওসমান হাদিকে হত্যা: জুনায়েদ সাকি Dec 21, 2025
img
লালমনিরহাটে অনুপ্রবেশকারী বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি Dec 21, 2025
img
শ্রীলঙ্কায় ভূমিধস নিয়ে সতর্কবার্তা, বাংলাদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ Dec 21, 2025
img
ভক্তদের সঙ্গে নিজের জীবন দর্শন ভাগ করলেন ইশা সাহা Dec 21, 2025
img
ট্রাম্পকে ফিফার ‘পিস প্রাইজ’, আগেই ফিফার কাছে একগুচ্ছ শর্ত দেয় হোয়াইট হাউজ! Dec 21, 2025
img
হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে আমন্ত্রণ পাওয়া অবিশ্বাস্য এক অভিজ্ঞতা: মল্লিকা শেরওয়াত Dec 21, 2025
img
টিএফআই সেলের মামলার অভিযোগ গঠনের আদেশ ২৩ ডিসেম্বর Dec 21, 2025
img

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

দিল্লির ঘটনা ‘বিভ্রান্তিকর প্রচার’ নয়, বিক্ষোভ সম্পর্কে আগে জানানো হয়নি Dec 21, 2025