ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেল ট্যাংকারের পিছু নিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। ট্যাংকারটি আটকাতে পারলে চলতি সপ্তাহে এটি হবে দ্বিতীয় এবং দুই সপ্তাহের মধ্যে তৃতীয় অভিযান।
রয়টার্সের বরাতে মার্কিন কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ‘ডার্ক ফ্লিট’ জাহাজকে ধরার চেষ্টা চলছে। জাহাজটি ভেনেজুয়েলা থেকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো ট্যাংকারটিতে ওঠা সম্ভব হয়নি।
মার্কিন ও ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ট্যাংকারটির নাম বেলা–১। এটি একটি বিশাল অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজ, যেটিকে গত বছর মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটির সঙ্গে ইরানের সংযোগ রয়েছে।
ট্যাংকারট্র্যাকার ডটকম জানায়, ভেনেজুয়েলার দিকে যাত্রার সময় ট্যাংকারটি খালি ছিল। অতীতে এটি ভেনেজুয়েলার তেল চীনে পরিবহন করেছে এবং এর আগে ইরানের তেল বহন করত।
এর আগে শনিবার ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা আরেকটি ট্যাংকার আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করে মার্কিন কোস্টগার্ড। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশের পর ভেনেজুয়েলা সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকারগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
টিকে/টিজে