তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

সাতক্ষীরা থেকে ঢাকায় যাচ্ছেন ১২ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হবে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু দেশের একটি গণমাধ্যমকে বলেন, সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। বাস ও মাইক্রো বা নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

তিনি আরও বলেন, সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও আরও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ১০০টির বেশি গাড়ি যাবে। কিছুটা পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে উঠব। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে বলেন, শ্যামনগর থেকে প্রায় এক হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আমাদের কাছে চারটি পরিবহন আর চারটি মাইক্রোবাস ও তিনটি প্রাইভেটকার রয়েছে। আরও গাড়ি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবহন সংকটের কারণে সম্ভব হয়নি।

তিনি বলেন, অনেক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে আগেভাগেই ঢাকায় যাচ্ছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন রয়েছে তারা সেখানে উঠছেন, আবার কেউ হোটেলে অবস্থান নিচ্ছেন। মানুষ যাওয়ার জন্য খুবই আগ্রহী, বেশিরভাগই নিজ উদ্যোগে যাচ্ছেন।

এদিকে সাতক্ষীরা জেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিয়েছেন। আমরা সমন্বয়ের মাধ্যমে চেষ্টা করছি, যাতে নেতাকর্মীরা নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছতে পারেন।

শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, “আমরা জেলা বিএনপির সাথেই একযোগে ঢাকায় যাব। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছি।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সাতক্ষীরার তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
গানম্যান ও লাইসেন্স পাচ্ছেন ওসমান হাদির বোন Dec 23, 2025
পডকাস্টে এবার কি বললেন অভিনেত্রী Dec 23, 2025
ভিডিও ভাইরাল, সেলিব্রিটি নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক Dec 23, 2025
সার্কাসের ঝলমলে মঞ্চে কিয়ারার নতুন লুক, দর্শকরা মুগ্ধ Dec 23, 2025
প্রযোজনা প্রতিষ্ঠান খোলার পথে তাসনিয়া ফারিণ Dec 23, 2025
বাবাকে নয়, মাকে উৎসর্গ করতে চাই জীবনের প্রথম পুরস্কার: আরিয়ান খান Dec 23, 2025
থামতে জানেন না শাকিব খান, বললেন নিজেই Dec 23, 2025
img
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘বিশ্ব হিন্দু পরিষদের’ বিক্ষোভ Dec 23, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে: সালাহউদ্দিন আহমদ Dec 23, 2025
বিশ্বকাপ জিততে না পারলে জুলাইতে আমাকে ধরবেন নেইমার Dec 23, 2025
হোয়াইট হাউজের নির্দেশনা মেনেই তৈরি হয় “ ফিফা শান্তি পুরস্কার” Dec 23, 2025
জার্মান বুন্দেসলিগায় রেকর্ড ভেঙ্গেই চলছেন হ্যারি কেইন Dec 23, 2025
নোয়াখালীতে খেলায় লক্ষ্মীপুরবাসী অনেক খুশি: হাসান মাহমুদ Dec 23, 2025
img
উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে Dec 23, 2025
img

টিএফআই সেলে গুম-নির্যাতন

শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু Dec 23, 2025
বিকাশ লিমিট পার! তাসনিম জারার নির্বাচনী ফান্ডে অনুদানের ব/ন্যা Dec 23, 2025
চোখের পাওয়ার বৃদ্ধি করার আমল | ইসলামিক টিপস Dec 23, 2025
জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত ঘোষণা ট্রাম্পের ক্ষোভে ফুঁসছে ডেনমার্ক Dec 23, 2025
ইউক্রেন যুদ্ধ বন্ধে বাধা দিচ্ছে ডিপ স্টেট মন্তব্য তুলশি গ্যাবার্ডের| Dec 23, 2025
হাদির ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্যের অভিযোগ Dec 23, 2025