নবাগত অভিনেতা আহান পাণ্ডের জন্মদিনে বিশেষ উৎসবমুখর মুহূর্তের মধ্যে জল্পনা সৃষ্টি হয়েছে তার সহ-অভিনেত্রী অনীত পাড্ডার পোস্টের কারণে। ‘সাইয়ারা’ ছবির পর থেকেই অহন ও অনীতের জুটি দর্শকের মন জয় করেছে। ছবিতে পারফরম্যান্সের পাশাপাশি তাদের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আলোচনার সৃষ্টি হয়েছে।
আহান পাণ্ডের জন্মদিনে অনীত একটি আদুরে পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লিখেছেন, “মা-বাবা তোমায় অগাধ ভরসা করে। তোমার হাসি, তোমার সঙ্গে কাটানো মুহূর্ত আমার জীবনে অনেক পরিবর্তন এনেছে। তোমার জন্য আমি গর্বিত।” এই পোস্ট থেকেই অনেকে অনুমান করছেন, কি হয়তো অহনের সঙ্গে অনীতের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়েছে।
এছাড়াও অহনের বড় বোন অনন্যা পাণ্ডে ভাইকে স্নেহভরা শুভেচ্ছা জানিয়েছেন। অনন্যা তার ইনস্টাগ্রাম স্টোরিতে অহনের ছেলেবেলার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন। তুমিই আমার জীবনের আলো। আমার হৃদয় সবসময় তোমার জন্য খুশিতে ভরে যায়। তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ।” অহনের মা ডায়না পাণ্ডেও ছেলে আহনের জন্মদিনে স্নেহভরা শুভেচ্ছা জানিয়েছেন।
২০২৫ সালে চলচ্চিত্র জগতে পা রাখা অহন প্রথম ছবিতেই দর্শকের মন জয় করেছেন। ‘সাইয়ারা’ ছবিতে তার অভিনয় দক্ষতা, অনীত পাড্ডার সঙ্গে রসায়ন এবং যশরাজ ফিল্মসের প্রযোজনায় ছবির সাফল্য নতুন ইতিহাস তৈরি করেছে। ছবির প্রশংসা করেছেন আমির খানসহ আরও অনেক শিল্পী। এই জন্মদিনের মুহূর্ত অনুরাগী ও পরিবারের উষ্ণতা আর নবাগত তারকার উচ্ছ্বাসে পরিপূর্ণ।