ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে ‘শহিদি শপথ’ ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার ও ৩০ কার্যদিবসের মধ্যে বিচারের লক্ষ্যে ‘শহিদি শপথ’ পাঠ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই শপথ নেন তারা।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই শপথবাক্য পাঠ করান। এ সময় ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।

শপথপাঠ শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন আবদুল্লাহ আল জাবের। এর মধ্যে রয়েছে ২৪ ও ২৫ ডিসেম্বর ওসমান হাদিকে নিয়ে দেয়াললিখন, তার সংগ্রাম ও লড়াইয়ের কথা নানা মাধ্যমে বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে উপস্থাপন।

২৬ ডিসেম্বরের কর্মসূচি পরে ঘোষণা দেয়া হবে বলে জানান ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতায় সরব হয়ে সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন জুলাই আন্দোলনে সক্রিয় ওসমান হাদি। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে প্রচারও চালাচ্ছিলেন তিনি। ১২ ডিসেম্বর গণসংযোগে নামার সময় তাকে গুলি করা হয়।

ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে তাকে বাঁচানো যায়নি। গত বৃহস্পতিবার সেখানে তার মৃত্যু হয়। গত শনিবার লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারেরর দাবিতে প্রতিদিনই কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। তার ধারাবাহিকতায় আজ ছিল ‘শহিদি শপথ’ গ্রহণের কর্মসূচি। শপথবাক্যে বলা হয়, ‘শহিদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা যেতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পেছনে রয়েছে, যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষনিশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেঁকে বসেছে, তা সমূলে উৎপাটন করব। ভয়, লোভ আর আপসের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোনো ভয় ও লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না।’

শপথে আরও বলা হয়, ‘আমরা শপথ করছি, শহিদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। লড়াইয়ে থাকব, পিছু হটব না। এক চুলও নড়ব না। আমরা শপথ করছি, শহিদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব। যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে। বিচার নিশ্চিত করবে। খুন, গুম, হত্যা বন্ধ করবে।’

আইকে/টিএ


Share this news on:

সর্বশেষ

img
তারেক রহমানের আগমন, শাহজালালে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা Dec 24, 2025
img
নির্বাচন-গণভোট নিয়ে ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ Dec 24, 2025
img
ভেনেজুয়েলা থেকে জব্দ করা তেল যুক্তরাষ্ট্র বিক্রি করতে পারে: ট্রাম্প Dec 24, 2025
img
প্রশাসনের অবস্থা উদ্বেগজনক, কেউ কাউকে মানছে না: ফয়জুল করিম Dec 24, 2025
৩ স্বতন্ত্র ভিপি প্রার্থীর সমর্থন পেলেন ছাত্রদল–সমর্থিত রাকিব Dec 24, 2025
প্রথম আলো ও ডেইলি স্টারে ঘটনায় যা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী Dec 24, 2025
স্বাধীনতায় ভারতের শেয়ার নিয়ে যা বললেন কর্নেল হাসিনুর রহমান Dec 24, 2025
তারেক রহমানের নিরাপত্তায় যত আয়োজন! Dec 24, 2025
শীতকালে যে আমল করবেন Dec 24, 2025
img
জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার Dec 24, 2025
img
রাজধানীতে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার Dec 24, 2025
হাদি প্রসঙ্গে যে শপথ নিলো ইনকিলাব মঞ্চ! Dec 24, 2025
মাদুরোকে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়তে হুঁশিয়ারি ট্রাম্পের Dec 24, 2025
৩০০ ফিটে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা তারেক রহমানের Dec 24, 2025
img
আশ্রয়প্রার্থীদের মামলা শুনানি ছাড়াই বাতিল করতে চায় যুক্তরাষ্ট্র Dec 24, 2025
img
অন্যের কথায় নিজের ক্ষমতা বিচার করা বোকামি : অমিতাভ বচ্চন Dec 24, 2025
img
প্রথম ছবিতেই চমক শাশ্বতকন্যা হিয়ার Dec 24, 2025
img
দুদককে আরও শক্তিশালী করার বিধান রেখে অধ্যাদেশ জারি Dec 24, 2025
img
জামায়াতে যোগদান করায় বিএনপি নেতা বহিষ্কার Dec 24, 2025
img
১০ বছর পর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার ডি মারিয়া Dec 24, 2025