বড়দিন ২০২৫ কলকাতার তারকারা উদযাপনের জন্য রঙিন আয়োজন শুরু করেছেন। ইউভান ও ইয়ালিনি, কিয়া ও আদিদেবসহ শিশুরা এই দিনে নিজস্ব আনন্দে মাতেন। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবার বড়দিনকে বিশেষ মুহূর্তে পরিণত করেছেন। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মুক্তির ব্যস্ততা থাকা সত্ত্বেও শুভশ্রী বাড়ির একটি কোণ সাজিয়ে ছোট্ট ক্রিসমাস গাছ, আলো, তারা ও উপহারের বাক্স দিয়ে আনন্দের পরিবেশ তৈরি করেছেন। ইউভান ও ইয়ালিনি আগে যেমন সান্তার পোশাক পরতেন, এবারও সেই আভা থাকতে পারে।
অন্যদিকে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মেয়ে কিয়া বড়দিন উদযাপনে উৎসাহী হলেও ব্যস্ততার কারণে মাতার সঙ্গে সরাসরি সময় কাটাতে পারেনি। ছোট্ট ভিডিওর মাধ্যমে কিয়া ক্রিসমাস ক্যারোল পাঠিয়ে মাতাকে আনন্দিত করেছেন। কনীনিকা নিজেও বাড়ির একটি অংশ সাজান এবং হাতে হাতে কিয়ার সঙ্গে আলোকসজ্জা সম্পন্ন করেন। পরিবারের সঙ্গে কেক খাওয়ার রীতি বজায় রেখেছেন তিনি।
অগ্নিদেব-সুদীপা চট্টোপাধ্যায়ের বড় ছেলে আদিদেব এবার একটু বড় হয়ে গেছে। তার মাপের সান্টাক্লজ় পোশাক না পাওয়ায় তিনি খানিকটা মনখারাপ, তবে নানা ধরনের উপহার পাওয়ায় আনন্দে ভাসছেন। পার্ক সার্কাস এলাকার শাশুড়ির বাড়িতে তারা সকাল থেকেই খাবার ও হুল্লোড়ের আয়োজন করেন। ছোটরা একসঙ্গে খেলে, আদিদেবও আনন্দে যোগ দেন।
এইভাবে বড়দিন কলকাতার তারকা পরিবারগুলোকে মাতিয়ে রেখেছে। খাওয়া-দাওয়া, আলোকসজ্জা, কেক ও ছোট উপহারের মাধ্যমে পরিবারগুলো একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছে। বড়দিনকে ঘিরে এই প্রস্তুতি ও উদযাপন যেন প্রতিটি ঘরে আলো আর হাসির ছোঁয়া পৌঁছে দিচ্ছে।
আরপি/এসএন