১৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন।

এদিন, সকালের আলো ফোটার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা কর্মীরা যেমন পূর্বাচলের ৩০০ ফিট এলাকা জড়ো হয়েছেন, তেমনি এভারকেয়ার হাসপাতালের সামনেও অনেক নেতা কর্মীমে এসে ভিড় করছেন।
হাসপাতালের সামনে জড়ো হওয়া বিএনপির নেতা কর্মীরা বলছেন, এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছেন।
অন্যদিকে, তারেক রহমানও আসছেন মাকে দেখতে। সেই মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে চান তারা। মা-ছেলের সাক্ষাতের আবেগঘন মুহূর্ত সরাসরি না দেখতে না পারলেও বাহিরে থেকে তারা সেটি অনুভব করতে চান।
নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড, ব্যানারসহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তারা তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।
এসকে/এসএন