বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে সামনে নির্বাচন এবং একটি বড় ডেমোক্র্যাটিক ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ।
এই সময়ে তারেক রহমানের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রানজিশন পিরিয়ডকে আরও সহজ করবে বলে আশা রাখছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশ সম্প্রতি ও অসাম্প্রদায়িক দেশ, তাই সবাই যেনো নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মের উৎসব পালন করতে পারে সে বিষয়ে সচেষ্ট আছে সরকার।
এমকে/টিএ