ভারতের কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজ্যের চিত্রাদূর্গা জেলার মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ৩২ জন যাত্রী নিয়ে বেঙ্গালুরু থেকে শিভামোগার দিকে যাচ্ছিলো একটি স্লিপার কোচ। পথিমধ্যে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। সাথে সাথে আগুন ধরে যায় বাসে।
এসময় দরজা-জানালা দিয়ে লাফিয়ে প্রাণে বেঁচে যায় কয়েকজন যাত্রী। আটকা পড়ে অনেকে। এদের মধ্যেই ১৭ জন ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।
বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর যানজট তৈরি হয় হাইওয়েতে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে সরকার।
আরপি/এসএন