রাজধানীর গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন। অন্যদিকে গণসংবর্ধনায় দেয়া সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারেক রহমানও এভারকেয়ারের দিকে রওনা হয়েছেন।
গণসংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা শান্তি চাই। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারো উস্কানিতে পা দেওয়া যাবে না।
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২০২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারা।
এর আগে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
কেএন/টিকে