ফেসবুকে অনুদানের হিসাব প্রকাশ করলেন তাসনিম জারা

রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতার নজির সৃষ্টি করে বিকাশের মাধ্যমে পাওয়া অনুদানের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনুদানের প্রতিটি লেনদেনের লাইন–বাই–লাইন তথ্য উন্মুক্ত করেন।

প্রকাশিত ডকুমেন্টে অনুদানদাতাদের পাঠানো অর্থের তারিখ, সময়, ট্রানজ্যাকশন আইডি এবং টাকার অঙ্ক বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তাসনিম জারা জানান, তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জনগণের কাছ থেকে পাওয়া প্রতিটি টাকার হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, এই হিসাব প্রকাশের মাধ্যমে যে কেউ চাইলে নিজ নিজ ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করে নিজের দেওয়া অনুদান যাচাই করতে পারবেন। ফলে কোনো ধরনের গরমিল বা অস্পষ্টতার সুযোগ থাকবে না। পাশাপাশি সাংবাদিক, গবেষক বা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান চাইলে এই ডেটা বিশ্লেষণ ও ভেরিফিকেশন করতে পারবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে অর্থায়ন সাধারণত অস্বচ্ছ ও ধোঁয়াশাপূর্ণ থাকে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতেই অনুদানের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, তালিকাভুক্ত প্রতিটি টাকা সাধারণ মানুষের দেওয়া এবং সেই অর্থের দায়ভার সরাসরি জনগণের কাছেই।

তাসনিম জারা ফেসবুক পোস্টে দাবি করেন, এই অনুদানের তালিকা প্রমাণ করে যে রাজনীতি করতে কালো টাকা বা প্রভাবশালী গডফাদারের প্রয়োজন নেই। হাজার হাজার সাধারণ মানুষ অল্প অল্প করে সহযোগিতা করলে সেটাই বড় শক্তিতে রূপ নিতে পারে। তিনি এটিকে ‘পিপল-পাওয়ারড ক্যাম্পেইন’-এর বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বাংলাদেশেও স্বচ্ছ ও জনগণনির্ভর রাজনীতি সম্ভব—এই উদ্যোগ তার প্রমাণ।

তিনি আরও বলেন, ভোটারদের জানার অধিকার রয়েছে তাদের পছন্দের প্রার্থীর অর্থের উৎস কী। এই তথ্য প্রকাশের মাধ্যমে নাগরিকদের সেই গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

পোস্টে তাসনিম জারা স্মরণ করিয়ে দেন, মানিক মিয়া এভিনিউতে দলের আত্মপ্রকাশের দিন তারা ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই তারা রাজনীতিতে এসেছেন। তিনি বলেন, দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় তিনি কাজ করে যাবেন।

তিনি স্পষ্ট করে জানান, প্রকাশিত ডকুমেন্টে শুধুমাত্র ২৩ ডিসেম্বর রাত ১১টা ৪৩ মিনিট পর্যন্ত বিকাশের মাধ্যমে প্রাপ্ত অনুদানের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরবর্তী সময়ে আসা অনুদানগুলো পরবর্তী আপডেটে যুক্ত করা হবে। একইভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া অনুদানের বিস্তারিত হিসাবও আলাদাভাবে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

অনুদানের পূর্ণাঙ্গ হিসাব সংবলিত ডকুমেন্টটি অনলাইনে উন্মুক্ত রাখা হয়েছে, যাতে যে কেউ তা দেখতে ও যাচাই করতে পারে।

রাজনৈতিক অঙ্গনে তাসনিম জারার এই উদ্যোগ স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শুক্রবার জিয়ার সমাধি-জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান Dec 25, 2025
img
গানম্যান দিয়ে রাজিনীতিবিদদের নিরাপত্তা সম্ভব নয়: আখতার হোসেন Dec 25, 2025
img
দেখে নিন বিপিএলের দলগুলোর অধিনায়কের নাম Dec 25, 2025
img
তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রে আস্থা ও বিশ্বাসকে আরো সুদৃঢ় করবে : মাহফুজ আলম Dec 25, 2025
img
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জিএম কাদেরের শুভেচ্ছা Dec 25, 2025
img
তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : হাসনাত Dec 25, 2025
img
অভিনেতা দেবের জন্মদিন আজ Dec 25, 2025
img
তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধে বাড়তি প্রস্তুতি Dec 25, 2025
img
৯ জানুয়ারি ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ Dec 25, 2025
img
নরসিংদীতে কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার Dec 25, 2025
img
কপিল শর্মার অনুষ্ঠানে কেন অনুপস্থিত স্মৃতি? Dec 25, 2025
img
গুজরাটের সুরাটে ১০ তলা থেকে পড়ে গিয়েও বেঁচে গেলেন এক ব্যাক্তি! Dec 25, 2025
তারেক রহমানকে নিয়ে যে বার্তা দিলেন মিজানুর রহমান ও জামায়াত আমীর Dec 25, 2025
img
সালথায় আ.লীগ ছাড়লেন ২ নেতা Dec 25, 2025
img
শীত নিয়ে ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ আবহাওয়া অফিসের Dec 25, 2025
img
দিনাজপুরে নতুন ভোটার ১ লাখ ৫৫ হাজার ১৮ জন Dec 25, 2025
img
কুমার শানুর ৫০ কোটি টাকার মানহানির মামলায় মুখ খুললেন রীতা Dec 25, 2025
img
মেসির মতো বিশ্বকাপ জিতুক রোনালদো : ফ্রাঙ্ক লেবোফ Dec 25, 2025
img
রজনীকান্তের জেলার ২-তে দেখা দেবেন শাহরুখ খান Dec 25, 2025
মেহরিন হয়ে গেল কেয়ার নতুন পরিচয়! Dec 25, 2025