শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এ ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বাড়ার কারণে আমরা ফেরি চলাচল বন্ধ রেখেছি যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। গণ কুয়াশা কেটে গেলে ফিরে চলাচল স্বাভাবিক করা হবে। বর্তমানে এই নৌ রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।
এসএস/টিএ