বেইজিং বলেছে, চীন ভারতের সঙ্গে মিত্রতাকে একটি কৌশলগত ও দীর্ঘমেয়াদী পরিপ্রেক্ষিত থেকে দেখে আর সীমান্ত সমস্যা দুই দেশের মধ্যকার বিষয়। চীন অভিযোগ করে বলেছে, ভারতের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতিকে বাধাগ্রস্ত করার জন্য যুক্তরাষ্ট্র বেইজিংয়ের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ অভিযোগ তুলেছেন, জানিয়েছে রয়টার্স। বিরোধপূর্ণ সীমান্ত এলাকা নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর সুযোগ নিয়ে চীন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হওয়া ঠেকাতে পারবে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে এ অভিযোগ করেন লিন।