বুধবার বড়দিনে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের সোরেন্টো সোসাইটি এলাকার একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুতলের তিনটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ‘বিগ বস মারাঠি ১’-খ্যাত অভিনেতা পুষ্কর জোগের ফ্ল্যাট।
তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি, তাঁর শিশুকন্যা এবং ওই আবাসনের আর এক বাসিন্দা, প্রযোজক সন্দীপ সিং।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর সকালে ২৩ তলা ওই বহুতলে হঠাৎ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ১২, ১৩ ও ১৪ তলায়। আগুনের জেরে বহু বাসিন্দা আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সিঁড়ি ব্যবহার করে প্রায় ৩০ থেকে ৪০ জনকে নিরাপদে উদ্ধার করেন।
প্রাণ বাঁচাতে অনেকে ১৬ তলার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন।
জানা গেছে, প্রযোজক সন্দীপ সিংয়ের ফ্ল্যাট ছিল ১৪ তলায়। আগুন লাগার পর অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈন দ্রুত সন্দীপকে নিজেদের বাড়িতে নিয়ে যান। এই ঘটনায় সন্দীপ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও ঘটনাটি ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা অঙ্কিতা ও ভিকিকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ সন্দীপ সিং ‘লিজেন্ড স্টুডিওজ’-এর ব্যানারে ‘আলিগড়’, ‘সর্বজিৎ’, ‘ভূমি’ ও ‘পিএম নরেন্দ্র মোদী’-সহ একাধিক ছবি প্রযোজনা করেছেন।
অন্য দিকে, একই বহুতলের বাসিন্দা অভিনেতা পুষ্কর জোগ। আগুন লাগার সময় তিনি এবং তাঁর শিশুকন্যা ফেলিসা ফ্ল্যাটে আটকে পড়েন। সমাজমাধ্যমে একটি বার্তা দিয়ে তিনি সাহায্যের আবেদন জানান—“আমরা বেরোতে পারছি না, দয়া করে আমাদের বাঁচান।”
পরে ফায়ার সার্ভিস ও বিএমসি কর্মীরা পুষ্কর এবং তাঁর মেয়েকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়ার পর তিনি সমাজমাধ্যমে সকলকে ধন্যবাদ জানান। যদিও তাঁদের শরীরে কোনো আঘাত লাগেনি, তবে আগুনে সম্পূর্ণ পুড়ে যায় পুষ্করের ফ্ল্যাট ও বহুতলের আশ্রয়স্থল।
টিজে/টিকে