১৩০ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে প্রথম দিনেই ২০ উইকেট পড়েছে মেলবোর্নে। পেসারদের সেই দাপট আজ (শনিবার) দ্বিতীয় দিনে আরও বেড়েছে। ফলে মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের মাত্র ১০ ওভার খেলতে পেরেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পেসত্রয়ীর সামনে তাদের দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ১৩২ রানে। তবে প্রথম ইনিংসে পাওয়া ৪২ রানের লিড মিলিয়ে তারা ১৭৪ রানের পুঁজি পেয়েছে।
গত ৩০ বছরে চলমান ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন ৪৭৯ বল খেলতে পেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এ ছাড়া দুই ইনিংস মিলিয়ে তাদের রান ২৮৪, যা ২০০০ সালের পর টেস্টে তাদের তৃতীয় সর্বনিম্ন। একই সময়ে তৃতীয় সর্বনিম্ন ১৩২ রানে অলআউটের নজির গড়েছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। বোঝাই যাচ্ছে এমসিজিতে কেমন দাপট দেখাচ্ছেন পেসাররা। গতির ঝড় ও সুইংয়ের মিশেলে প্রথম দিনের চেয়ে সেটি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
বিস্তারিত আসছে…
আরআই/টিএ