গত সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে একটি বিষয় ফাঁস হয়ে আলোচনার জন্ম দেয়। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ও শিবম দুবে সরাসরি সাজঘরে ফিরে যান, পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলেননি। সাধারণত ম্যাচ শেষের পর দু’দলের খেলোয়াড় এবং কোচরা একে অপরের সঙ্গে করমর্দন করেন, তবে ওই ম্যাচে সেই দৃশ্যটি অনুপস্থিত ছিল। পাকিস্তানের কোচ ভারতীয় সাজঘরের কাছেও গিয়েছিলেন, কিন্তু দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি।
ঘটনার তিন মাস পরে এই আচরণের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানি-আমেরিকান অভিনেতা কুমৈল নানজিয়ানী। তিনি বলেন, “যেটা ভারত করেছে, তা অত্যন্ত লজ্জাজনক, রুচিহীন। খেলা এমন একটা জিনিস, যেখানে পারস্পরিক মতবিরোধ সরিয়ে একে অন্যের সঙ্গে একাত্মবোধ করা উচিত। করমর্দন করার মাধ্যমে দু’পক্ষকেই সমান বোঝানো যায়।”
খেলার পরে সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদব বলেন, “কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি এবং ভারতের সাহসী সেনাবাহিনীর পাশে থাকছি।”
এই ঘটনার পর সামাজিক মাধ্যম এবং ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এমকে/টিএ