প্রথমবারের মতো মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। এ দলের খেলোয়াড়দের শারীরিকভাবে ফিট রাখতে ও এশিয়ান কাপের জন্য প্রস্তুত করতে এ মাস থেকে শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সেই লিগের দলবদলের সময় একদিন বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নারী ফুটবল লিগ ২০২৫-এর দলবদলের নির্ধারিত সময় ছিল ২৬ ডিসেম্বর তারিখ পর্যন্ত। তবে অংশগ্রহণকারী ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে ফিফা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমতিক্রমে দলবদলের সময়সীমা একদিন বৃদ্ধি করা হয়েছে।
দল বদলের সময়সীমা অনুযায়ী, শনিবার ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত নারী ফুটবল লিগ ২০২৫-এর দলবদল কার্যক্রম করা যাবে। এরপর আর কোনো দল এ কার্যক্রম করতে পারবে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘমেয়াদি প্রস্তুতি পরিকল্পনার অংশ এই লিগ। বাফুফে এর নাম দিয়েছে ‘মিশন অস্ট্রেলিয়া’।
বয়সভিত্তিক পর্যায়ের উন্নয়নকে গুরুত্ব দিতে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের সেরা একাদশে রাখাকে বাধ্যতামূলক করা হয়েছে। তারা বদলি হলে তাদের স্থলাভিষিক্ত খেলোয়াড়ও একই বয়সভিত্তিক হতে হবে। ক্লাবগুলো সর্বোচ্চ দুই বিদেশি ফুটবলার নিবন্ধন ও মাঠে নামানোর সুযোগ পাবে।
আরআই/টিএ