বিপিএলের চতুর্থ ম্যাচে মাঠে নামছে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস।
নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হারের মুখ দেখেছে। ফলে দুই দলের সামনেই এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ। এরই মধ্যে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সিলেট একাদশ-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান ও সালমান ইরশাদ।
নোয়াখালী একাদশ-
হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, মুশফিক হাসান, মাজ সাদাকাত, হায়দার আলী ও জহির খান।
এসএস/টিএ