চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনন্দ চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার হাইদগাঁও এলাকার পান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনন্দ চৌধুরী হাইদগাঁও এলাকার হরিসাধন চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, আনন্দ চৌধুরীর বিরুদ্ধে পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের আওতায় এলাকায় চিহ্নিত ও মামলাভুক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আনন্দ চৌধুরী বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/টিকে