ওপার বাংলার নায়ক দেব অধিকারির ভক্ত অনুরাগীদের অভাব নেই বাংলাদেশে। গত ২৫ ডিসেম্বর ছিল তার জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশে দেবের অনেক ভক্তমহল কেক কাটেন বলেও শোনা যায়। এমন আবহে দেব ভক্তদের নজরে এলো- দেবের পুরোনো এক ড্রেস পরতে শুরু করেছেন বাংলাদেশের একাধিক অভিনয়শিল্পী-তারকারা। কিন্তু হঠাৎ কেন?
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‘পরাণ যায় জ্বলিয়া রে’-তে দেব পরেছিলেন সেই পোশাক। সেটি মূলত লাল-সাদা ডিজাইনের হুডি। এবার একের পর এক ঢাকার তারকাদের গায়ে এই পোশাক কার্যত দেব ভক্তদের মাঝে আলোচনা তৈরি করেছে।
অনেকের আবার ধারণা, বড়দিনকে কেন্দ্র করেই এমন ডিজাইনের পোশাক বেঁছে নিয়েছিলেন দেশের তারকারা। তালিকায় রয়েছেন- অভিনেতা তৌসিফ মাহবুব, সাঈদ জামান শাওন, ফররুখ আহমেদ রেহান এবং অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান; যাদের একই ধরনের লাল-সাদা হুডি পরা অবস্থায় দেখা যায়।
জানা গেছে, এই বিশেষ পোশাকটির পরিকল্পনাকারী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার ইমরুল। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুসারে ইমরুল জানান, ছোটবেলা থেকেই তিনি দেবের সিনেমার ভক্ত এবং সেই ভালো লাগা থেকেই ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির আইকনিক ড্রেসটি নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেন। বড়দিন ও উৎসবের আমেজকে আরও রঙিন করতেই তার এই প্রচেষ্টা। আর সে থেকেই শাওন, তৌসিফদের কাছে পছন্দের হয়ে ওঠে পোশাকটি।
ইমরুল আরও জানান, তিনি সবসময় ইতিবাচক কিছু করার চেষ্টা করেন। এই ডিজাইনটি যখন তিনি নতুন করে তৈরি করেন, তখন তার দেশের অভিনেতারাও বিষয়টি দারুণভাবে গ্রহণ করেন; তারা দেবকে পছন্দ করেন বলেও জানান ইমরুল।
আরআই/টিএ