মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামের সংঘর্ষে আহত অন্তত ৩০

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাচঁরুখি বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে মাইকে ঘোষণা দিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন সেনা সদস্য অবরুদ্ধ হয়।
 
স্থানীয় সূত্র জানায়, পাঁচরুখি গ্রামের বাচ্চু মিয়া (৫০) নামের এক আদম ব্যবসায়ী এলাকার কমপক্ষে ১৫ জনকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাঠান। বিদেশে গিয়ে অধিকাংশ ব্যক্তি কাজ না পেয়ে পুলিশের হাতে আটক ছাড়াও পালিয়ে থাকে। এ ঘটনার বিচার চাইতে পরিবারের লোকজন আদম ব্যবসায়ী বাচ্চু মিয়ার দ্বারস্থ হলে কোনো কাজে আসেনি। উল্টো বাচ্চু মিয়ার কাছে প্রবাসীর লোকজনের পরিবার নাজেহাল হয় বলে অভিযোগ রয়েছে।
 
এলাকাবাসী জানায়, পুলিশ সঠিক কোনো পদক্ষেপ না হওয়ায় বিষয়টি দুই গ্রামে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় রবিবার সকালে সোহেল ভেন্ডারের পক্ষ থেকে বাচ্চুর অপকর্মের ঘটনায় প্রতিবাদ জানাবে বলে মাইকে প্রচার করা হয়। কিছুক্ষণ পর একই কায়দায় বাচ্চুর পক্ষ থেকেও সোহেল ভেন্ডারেকে প্রতিহত করতে মাইকে ঘোষণা দেওয়া হয়। এক পর্যায়ে মুহূর্তেই দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ মারমুখী অবস্থান নিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
 
প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য আবুর কালাম জানান, জনতার জমায়েত দেখে সেনাবাহিনী আচমকা উপর্যুপরি লাঠিচার্জ করলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এতে জনতা ক্ষিপ্ত হয়ে যায়। তারা সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় রক্ষা পেতে সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য একটি ঘরে আশ্রয় নেয়। বেশ কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাড়িতে তুলে দেয়।

বাচ্চু মিয়া জানান, তার কাছে সোহেল ভেন্ডার ২ লাখ টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় তার লোকজন নিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়। সোহেল ভেন্ডার বলেন, আমি সালিস-দরবার করি। ভুক্তভোগী লোকজন এসে বিচার প্রার্থী হলে বাচ্চুর কাছে জবাব চাইতে গেলে আমাকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। এই খবরে লোকজন উত্তেজিত হয়ে তার (বাচ্চু) বাড়িতে হামলা চালায়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই সময় সেনাবাহিনী কিছুটা লাঠিচার্জ করে। এতে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করে দেয়। এতে এক বৃদ্ধ আহত হয়। এই খবরে তখন কিছুটা উত্তেজনা ছিল।

সেনাবাহিনীর দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. মোর্শেদ দেশের একটি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তারা ওই স্থানে গিয়ে এক পক্ষকে থামিয়ে অপর পক্ষের কাছে যেতেই তারা এদিক-সেদিক দৌড় দেয়। তখন অনেকেই মাটিতে পড়ে যায়। কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি। এর মধ্যে কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এবার ‘প্রলয়’ ঘটাবেন রণবীর-আলিয়া Dec 28, 2025
img
অবশেষে বিপিএলে দল পেলেন সাদমান ইসলাম Dec 28, 2025
img
ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী খালিদুজ্জামান Dec 28, 2025
img
তারেকের আমজনতার দলে বড় পদ পাচ্ছেন হিরো আলম! Dec 28, 2025
img
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ Dec 28, 2025
img
হাদি হত্যার সঙ্গে জড়িতরা ভারতে প্রবেশের দাবি ‘ভিত্তিহীন’: মেঘালয় পুলিশ ও বিএসএফ Dec 28, 2025
img
এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির প্রার্থী মনিরা শারমিন Dec 28, 2025
img
বগুড়া থেকে জামায়াতের মহাসমাবেশে অংশ নেবে ৩৫ হাজার নেতাকর্মী Dec 28, 2025
img
ভোলা-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মেজর হাফিজ Dec 28, 2025
img
অনৈতিক সম্পর্কে জড়িত গায়ক, ছড়িয়ে পড়ল খবর Dec 28, 2025
img
আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না : সামান্তা শারমিন Dec 28, 2025
img
মানসম্মত ও নির্ভুল পাঠ্যবই নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে: শিক্ষা উপদেষ্টা Dec 28, 2025
img
বিপিএল ছাড়লেন ওয়াকার ইউনুস, ইংল্যান্ড থেকে আসছেন ড্যারেন গফ Dec 28, 2025
img

অন্তর্বর্তী সরকারকের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চ

‘ঘোষণা দিলে আর ফেরার সময় থাকবে না’ Dec 28, 2025
img
এমন কিছু উপলব্ধি করেছি যা আমার ব্যক্তিত্ব বদলে দিয়েছে: তৌসিফ মাহবুব Dec 28, 2025
img
না ফেরার দেশে কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দো Dec 28, 2025
img
জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মহাসচিব লিংকন Dec 28, 2025
img
সেই ৫০ লাখ টাকার কী হবে, জারাকে প্রশ্ন রনির Dec 28, 2025
img
ছয় মাসে ৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক Dec 28, 2025
img
ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী রবিউল Dec 28, 2025