ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবির শাহীন দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই ঘোষণা দেন। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দেয়া পদত্যাগপত্রে শাহ্ নূরুল কবির শাহীন উল্লেখ করেন, তিনি বর্তমানে ময়মনসিংহ জেলা শাখা (উত্তর) সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত অসুবিধা থাকায় আজ থেকে দলের সব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
শাহ্ নূরুল কবির ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাঁকনহাটি গ্রামের বাসিন্দা। ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছিলেন তিনি। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পান উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে গত ১৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শাহীন।
সংবাদ সম্মেলনে শাহ্ নূরুল কবির শাহীন বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। আমি আগামী নির্বাচনে অংশ নেব।
এসএস/টিএ