বলিউড সুপারস্টার সালমান খান উদযাপন করলেন ৬০তম জন্মদিন, যা ছিল ধুমধাম ও বিলাসিতার সমন্বয়। পনবেলের খামারবাড়িতে রাতভর আয়োজন করা হয়েছিল ঘরোয়া পার্টি, যেখানে উপস্থিত ছিলেন বলিউডের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। জন্মদিনের পার্টির প্রধান আকর্ষণ ছিল খাওয়াদাওয়া এবং থাকার সুবিধা।
খাদ্যতালিকায় ছিল নানা রকমের পদ। অতিথিদের জন্য কোটি কবাব, দই কবাব, আলু টিক্কি, ব্রকলি কবাবসহ বহু ধরনের নিরামিষ ও আমিষ পদ সাজানো হয়েছিল। মেন কোর্সে ছিল বিভিন্ন ধরনের রুটি, দুই ধরনের ডাল, পনির, ভাত এবং অন্যান্য বিশেষ পদ। মিষ্টির তালিকাও ছিল বিশেষ গাজরের হালুয়া, গোলাপ জামুন, রাবড়ি, আইসক্রিম, মালাই এবং প্যারিসের ডেজ়ার্টের জন্য আলাদা স্টলে পেস্ট্রি, ম্যাকরন, তিরামিসু, ফ্রেঞ্চ টোস্ট পরিবেশন করা হয়েছিল।
খাবারের পাশাপাশি থাকার ব্যবস্থাও ছিল চমকপ্রদ। যারা পার্টি শেষে রাতে থেকে গিয়েছিলেন, তাঁদের জন্য আলাদা আলাদা ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা করা হয়েছিল। পার্টি চলেছিল ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত, ঘরোয়া পরিবেশে আলো, সাদা গোলাপ ও সাজসজ্জা সব মিলিয়ে পার্টি ছিল চোখ ধাঁধানো। সবচেয়ে বেশি বাজেছে গান ‘তু মেরা হিরো’। সলমন নিজেই কালো টিশার্ট ও ডেনিম প্যান্টে পার্টির আকর্ষণ হয়ে ছিলেন।
এই জন্মদিনের আয়োজন ও বিলাসিতার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় অনুরাগীরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরপি/টিএ