সাদমান ইসলামের নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমা সেঁটে গেছে। তাই হয়তো অন্য দুই সংস্করণে বাঁহাতি ব্যাটারকে ভাব হয় না। ঘরোয়া ক্রিকেটে অবশ্য সব ফরম্যাটেই নিয়মিত তিনি। পারফরম্যান্সও করছেন সাদমান।
সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টিতে যেমন ৬ ম্যাচে ১৯২ রান করেছেন। এক সেঞ্চুরির বিপরীতে স্ট্রাইকরেটও বেশ ঈর্ষনীয়। ১৫১.১৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন এই ওপেনার। তবুও বিপিএলের নিলামে কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি।
অবশেষে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন সাদমান। তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের মালিকানা শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে আসাতেই হয়তো এই সুযোগ পাচ্ছেন ৩০ বছর বয়সী ওপেনার।
২০২০ সালের পর আবারও বিপিএলে দেখা যাবে সাদমানকে। দ্বাদশ বিপিএলের দলটি তার চতুর্থ হচ্ছে। এর আগে ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্সের হয়ে খেলেছেন তিনি। সাদমানকে দলে ভেড়ানোর দিন পাকিস্তানের তিন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। তারা হচ্ছেন-আসিফ আলী, আমের জামেল ও হাসান নওয়াজ। এর মধ্যে প্রথমবারের মতো বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন নওয়াজ।
চট্টগ্রাম রয়্যালস-
শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বাগ, আসিফ আলী, হাসান নওয়াজ, আমের জামাল, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, সাদমান ইসলাম।
এসএস/টিএ