বলিপাড়ায় আবারও বইছে রণবীর সিং ও আলিয়া ভাট জুটির নতুন রসায়নের হাওয়া। তবে এবার আর কোনো রঙিন প্রেমকাহিনি কিংবা গলির আড্ডায় নয়, বরং ধ্বংসস্তূপ আর জম্বিদের সঙ্গে লড়াই করতে দেখা যেতে পারে এই জনপ্রিয় জুটিকে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জয় মেহতার পরবর্তী সিনেমা ‘প্রলয়’-তে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা। এর আগে ‘গল্লি বয়’ এবং ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে বক্স অফিস জয় করেছেন রণবীর-আলিয়া।
সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তারা পর্দায় ‘প্রলয়’ ঘটাতে আসছেন। যদিও এ বিষয়ে এখনো অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি, তবে নতুন এই জম্বি থ্রিলার নিয়ে ইতোমধ্যেই উত্তাল বলিউড।
প্রতিবেদনে আরও বলা হয়, জয় মেহতা পরিচালিত এই ছবিতে কোনো প্রথাগত নায়িকার চরিত্রে নয়, বরং এক বিধ্বংসী নারী চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। ছবির মূল গল্পের কেন্দ্রবিন্দুও নাকি তাকে ঘিরেই। এখানে রণবীরের সঙ্গে তার রোমান্সের চেয়ে লড়াইটাই বেশি প্রাধান্য পাবে। হিংসা, রক্তপাত আর এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী বিধ্বস্ত সমাজের চিত্র ফুটে উঠবে এই সিনেমায়।
বর্তমানে ছবিটির প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতে প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন নির্মাতারা। আর ক্যামেরার সামনে আলিয়া-রণবীরের এই নতুন যুদ্ধ শুরু হতে আগস্ট মাসে।
আরপি/টিএ