রবার্ট লেভান্ডোভস্কির লা লিগায় গোলের সংখ্যা প্রায় ২৫টি হলেই বায়ার্ন মিউনিখকে বোনাস অর্থ দিতে হবে বার্সেলোনার, এমন চুক্তি ছিল দুই দলের মধ্যে। ২০২২/২৩ মৌসুমে যখন বার্সার হয়ে উড়ছিলের লেভান্ডোভস্কি, তখন তাকে রীতিমত গোল না করার অনুরোধ করেছিল স্প্যানিশ ক্লাবটি। বিষয়টি নিজেই জানিয়েছেন পোলিশ এ তারকা।
চুক্তির সময় বোনাস নিয়ে একটি শর্ত ছিল বায়ার্ন এবং বার্সার মধ্যে। লেভান্ডোভস্কি যদি লা লিগায় ২৫টি গোল করেন তাহলে বায়ার্নকে অতিরিক্ত ২.৫ মিলিয়ন ইউরো দিতে হবে। তিনি সে মৌসুমে ২৩টি গোল করেছিলেন, এবং তখনই তাকে আর গোল না করার জন্য অনুরোধ করেছিল বার্সেলোনা কর্তৃপক্ষ।
বার্সা অবশ্য লা লিগা শিরোপা নিশ্চিত করে ফেলেছিল। সে সময় বার্সেলোনার আর্থিক সংকটের কারণে, ক্লাবের শীর্ষ কর্তারা অতিরিক্ত কোনো ব্যয় এড়াতে মরিয়া ছিলেন। যার ফলেই লেভান্ডোভস্কিকে এমন অনুরোধ করা হয়েছিল।
বায়ার্নের এ সাবেক আরকা বলেছেন, ‘কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। বার্সেলোনা এবং সেখানে কাজ করা মানুষদের আমি খুব সম্মান করি। ক্লাবের পরিস্থিতি সম্পর্কে আমি জানতাম। ক্লাবের ভালোর জন্য অনেক বিষয় সমাধান করা প্রয়োজন ছিল।’
‘সংক্ষেপে বললে, এটা ছিল একটি বোনাস। আর তখন বার্সেলোনা প্রতিটি ইউরো বাঁচাতে চাইছিল। এটা ছোট কোনো বিষয় ছিল না। আমার জন্য এখানে কিছু বদলায়নি।’
‘আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা মাথায় ঢুকে গিয়েছিল যে, আমি গোল করব কি করব না।’
এসকে/এসএন