বাংলার কিংবদন্তি অভিনেতা, আবৃত্তিকার এবং চিন্তাশীল ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি আজীবন তাঁর মেধা ও মনন দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তিনি স্বাতন্ত্র্য বজায় রাখার এক গভীর দর্শন দিয়ে গেছেন। তিনি বিশ্বাস করতেন, যে মানুষ চিন্তা করে না বা ভাবার ক্ষমতা রাখে না, সে কেবল ভিড়ের সংখ্যা ছাড়া আর কিছুই নয়।
সৌমিত্র চট্টোপাধ্যায় বলতেন, "চিন্তা না করলে কেবল ভিড়ের অংশ হয়ে যাবেন। নিজের আলাদা পরিচয় তৈরি করা খুব দরকার।"
গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের আলাদা সত্তা তৈরি করতে হলে প্রয়োজন গভীর চিন্তাশক্তি। সৌমিত্রের মতে, অন্যের অন্ধ অনুকরণ না করে নিজের বিচার-বুদ্ধি দিয়ে পথ চলাতেই জীবনের সার্থকতা। ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের কাজ ও চিন্তার মাধ্যমে স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার এই আহ্বান প্রতিটি সৃজনশীল মানুষের জন্য এক ধ্রুবতারা।
কেএন/টিকে