বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার এবং বাংলা সংস্কৃতির অন্যতম ধ্রুবতারা সত্যজিৎ রায়, যিনি তাঁর সৃষ্টির মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন, তিনি শিল্প ও দর্শকের সম্পর্ক নিয়ে এক গভীর সত্য উপলব্ধি করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সস্তা বিনোদনের ভিড়ে মহৎ শিল্প হারিয়ে যেতে পারে যদি না তা গ্রহণ করার মতো শিক্ষিত ও সংবেদনশীল দর্শক থাকে।
সত্যজিৎ রায় বলতেন, "বুদ্ধিমান দর্শক তৈরি না হলে, ভালো কাজও নীরবে হারিয়ে যায়। তাই কাজের মান বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ।"
অনেকেই জনপ্রিয়তার লোভে কাজের মানের সাথে আপস করেন। কিন্তু সত্যজিতের দর্শন ছিল ভিন্ন। তাঁর মতে, দর্শক বোঝে না বলে মান নামিয়ে আনা নয়, বরং উন্নত মানের কাজ দিয়ে দর্শকের রুচি তৈরি করাই একজন প্রকৃত শিল্পীর দায়িত্ব। ভালো কাজ হয়তো সাময়িকভাবে অবহেলিত হতে পারে, কিন্তু গুণগত মান বজায় রাখলে তা কালের কষ্টিপাথরে ঠিকই টিকে থাকে। সৃজনশীল জগতের মানুষদের জন্য তাঁর এই বার্তা আজও এক পরম পাথেয়।
কেএন/টিকে