বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন ডা. জুবাইদা রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরে এক ঘণ্টার মতো সময় সেখানে অবস্থান করে বেলা ১১টার পর তিনি সেখান থেকে বের হয়ে যান।
চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন, শনিবার দিবাগত রাতে এ কথা জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
পরে দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চান জাহিদ হোসেন।
এসএস/টিকে