ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়েতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা জেলা রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এরপর মনোনয়নপত্র জমা দেন খুলনা-৬ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তারপর মনোনয়নপত্র জমা দেন খুলনা-২ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দীয় মজলিস সুরার সদস্য ও মহানগরীর জামায়াতের সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।
বেলা ১১টা ২০ মিনিটের দিকে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনের প্রার্থী ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী মনোনয়ন পত্র জমা দেন।
টিজে/টিকে