দর্শকের প্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি আবার ফিরছে নতুন চমক নিয়ে। ‘গোলমাল’ সিরিজের পঞ্চম ছবি নিয়ে ইতিমধ্যেই বলিউডে আলোচনার ঝড়। তবে এবার এই ছবির সবচেয়ে বড় চমক কারিনা কাপুর। দীর্ঘদিন পর এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন তিনি, তাও আবার একেবারে ভিন্ন রূপে। শোনা যাচ্ছে, এবার তাঁকে দেখা যাবে খলচরিত্রে।
‘গোলমাল’ মানেই অজয় দেবগণের ‘গোপাল’। পঞ্চম পর্বেও সেই চরিত্রেই ফিরছেন অজয়। তাঁর সঙ্গেই থাকছেন পুরনো পরিচিত মুখ আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে ও কুণাল খেমু। কানাঘুষো বলছে, প্রথম পর্বের অন্যতম সদস্য শরমণ যোশীকেও আবার দেখা যেতে পারে এই ছবিতে। সব মিলিয়ে অনেকেই একে পুরনো দলের পুনর্মিলন বলেই দেখছেন।
এবারের গল্পে থাকছে বড়সড় বদল। সূত্রের খবর, ছবির চিত্রনাট্য এমনভাবে এগোচ্ছে যেখানে মূল খলচরিত্রে থাকবেন একজন নারী। আর সেই চরিত্রেই কারিনা কাপুরকে ভাবা হচ্ছে। এতদিন ‘গোলমাল’ সিরিজে হাস্যরস ও রোমান্টিক উপস্থিতিতে দেখা গেলেও, এবার একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে দর্শককে চমক দিতে চলেছেন তিনি।
এই ছবিতে কারিনার বিপরীতে অজয় দেবগণ থাকলেও তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কোন পথে যাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে নির্মাতারা যে পরিচিত ছকের বাইরে গিয়ে নতুন কিছু দেখাতে চাইছেন, সে ইঙ্গিত স্পষ্ট। দর্শকের প্রত্যাশা, জনি লিভার, অশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারির মতো পরিচিত মুখেরাও থাকবেন ছবিতে, যাঁরা আগের পর্বগুলিতে হাসির রসদ জুগিয়েছিলেন।
সব মিলিয়ে ‘গোলমাল ফাইভ’ শুধু আর একটি সিক্যুয়েল নয়, বরং পুরনো স্মৃতি আর নতুন মোড়ের মিশেলে একেবারে অন্যরকম অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। আর সেই যাত্রার কেন্দ্রে কারিনা কাপুরের খলনায়িকা হয়ে ফেরা নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ।
আরপি/এসএন