সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন ব্রিটিশ বক্সার অ্যান্থনি জশুয়া নাইজেরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ওগুন রাজ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় জশুয়া আহত হলেও, তার সঙ্গে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।
নাইজেরীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ তারকা দেশটিতে পারিবারিক ছুটিতে অবস্থান করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত জানালার কাঁচের টুকরোর মাঝে বসে থাকা জশুয়াকে উদ্ধার করে একটি জরুরি সেবার গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশি বিবৃতিতে জানানো হয়েছে, জশুয়াকে বহনকারী গাড়িটি ওগুন রাজ্যের মাকুন নামক এলাকায় লাগোস-ইবাদান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। ফেডারেল রোড সেফটি কোরের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গাড়িটি নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় জশুয়া গাড়ির পেছনের আসনে ছিলেন। তিনি সামান্য আঘাত পেলেও তার পাশে থাকা অন্য এক যাত্রী এবং চালকের পাশের আসনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। ওগুন রাজ্যের গভর্নরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুই ব্যক্তিই বিদেশি নাগরিক ছিলেন।
চলতি মাসের শুরুতেই মিয়ামিতে একটি হাই-প্রোফাইল লড়াইয়ে জ্যাক পলকে নকআউট করে জয়ী হয়েছিলেন জশুয়া। টাইসন ফিউরির সঙ্গে তার সম্ভাব্য লড়াই নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে, ঠিক তখনই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়লেন জশুয়া।
টিজে/এসএন