আবারও আলোচনার কেন্দ্রে বলিউড তারকা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। দীর্ঘদিন ধরেই যার নাম আরিয়ানের সঙ্গে জড়িয়ে আসছে, সেই ব্রাজিলীয় সুন্দরী লারিসা বোনেসিকে ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে।
অনেকদিন ধরেই গুঞ্জন, ব্রাজিলিয়ান এই মডেলের সঙ্গে প্রেম করছেন আরিয়ান। সম্প্রতি লারিসার শেয়ার করা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে।
ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখেন লারিসা। তবে আরিয়ান খানের সঙ্গে তাঁর নাম জড়ালেই প্রতিটি প্রকাশ্য উপস্থিতি নতুন করে নজর কাড়ে।
সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টে লারিসা সাদা-কালো রঙের স্টাইলিশ পোশাকে কয়েকটি ছবি শেয়ার করেন। আত্মবিশ্বাসী ভঙ্গি, পরিমিত আভিজাত্য ও স্বাভাবিক গ্ল্যামারে ভরা সেই লুক মুহূর্তেই নজর কেড়ে নেয় নেটিজেনদের।
সহজ অথচ আকর্ষণীয় স্টাইলিং, পরিষ্কার কাট, সূক্ষ্ম নকশা ও নিখুঁত ফিটিং সব মিলিয়ে তাঁর পোশাকে ছিল হাই-ফ্যাশনের ছাপ, তবে কোনও রকম অতিরঞ্জন ছাড়াই।
ছবিগুলোর মন্তব্য ঘরে অনুরাগীরা তাঁকে ‘স্টানিং’, ‘গর্জিয়াস’ ও ‘টোটাল ভাইব’ বলে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ কেউ হৃদয় ও আগুনের ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
অনেকেই আবার আরিয়ান খানের নাম উল্লেখ করে লিখেছেন, ‘দু’জনকে একসঙ্গে দারুণ মানায়।
’
ছবিগুলো ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লারিসা ও আরিয়ানকে ঘিরে নতুন করে জল্পনা আরও জোরালো হয়েছে।
বলা দরকার, লারিসা বোনেসি একজন ব্রাজিলিয়ান মডেল। তিনি ভারতের একাধিক নামী ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন সংগীত ভিডিও ও বিজ্ঞাপনেও তাঁকে দেখা গেছে। ফ্যাশন সেন্স ও কাজের সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বড় একটি অনুরাগী গোষ্ঠী রয়েছে।
এমকে/টিএ