মাতৃত্বের পর নতুন বছরের শুরুতে বড় সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সন্তান রাহার জন্য এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্বকে সামনে রেখে, ২০২৬ সাল থেকে আর একসঙ্গে দুই-তিনটি সিনেমা করার পরিকল্পনা নেই তাঁর। আলিয়া জানান, “আগে যেমনভাবে কাজ করতাম, এখন সেটা সম্ভব নয়। তবে এই কাজের গতিটা আমি দারুণ উপভোগ করছি।
যখন যে সিনেমা করি, তখন নিজেকে পুরোপুরি উৎসর্গ করি।”
তিনি আরও বলেন, মা হওয়ার পর দায়িত্ব বেড়ে গেছে এবং সেই কারণে অভিনয় ও পরিবারের ভারসাম্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরে ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘আলফা’-সহ একাধিক ছবিতে ব্যস্ত থাকার পরও আলিয়া জানালেন, ভবিষ্যতে বছরে শুধুমাত্র একটি সিনেমা করবেন। আলিয়ার মতে, ‘আলফা’ ছবিতে অ্যাকশন পারফরম্যান্স প্রদর্শনের অভিজ্ঞতা তাঁকে নিজের ফিটনেস এবং ক্ষমতা যাচাই করার সুযোগ দিয়েছে, যা হলিউডের ‘হার্ট অফ স্টোন’ ছবির চেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল।
এমকে/টিএ