প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাত্তি সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। গ্রিনিচ মান সময় সকাল ১০টায় সেখানে ২০২৬ সাল শুরু হয়েছে। তখন ছিল বাংলাদেশে ৩১শে ডিসেম্বর বিকেল ৪টা।
দেশটির 'কিরিতিমাতি' দ্বীপে সবার আগে এই নতুন বছরকে বরণ করা হয়। ৩৩টি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে আছে।
স্থানীয়ভাবে এই দেশের নাম 'কিরিবাস' উচ্চারণ করা হয়। তাদের পর এখন পর্যায়ক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতেও নতুন বছর উদযাপন শুরু হয়।
তথ্যসূত্র দ্য গার্ডিয়ান
এমকে/টিএ