সান্তোসেই ভবিষ্যৎ, নতুন চুক্তিতে নেইমারের প্রত্যাবর্তন

সদ্য বিদায়ী বছরটি ছিল নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন এই সুপারস্টার। মৌসুমের শেষ দিকে চোট নিয়ে খেলেই প্রিয় ক্লাবকে বাঁচিয়েছেন অবনমনের হাত থেকে। তবে, ডিসেম্বরের শেষ দিনে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ৩৩ বছর বয়সী নেইমার ফের ইউরোপে ফিরছেন এমন কথাও শোনা যাচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান হতে চলেছে।




সান্তোস ছেড়ে কোথাও যাচ্ছেন না নেইমার। আরও এক বছরের জন্য সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০২৬ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকছেন নেইমার।

সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তবে ক্লাব বা নেইমার কেউই এখনও চুক্তির বিষয়টি নিশ্চিত করেননি।

২০২৬ বিশ্বকাপের জন্য কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ফেরার জন্য সান্তোসেই থাকাই যুক্তিযুক্ত মনে করছেন নেইমার। আগামী মার্চের আন্তর্জাতিক বিরতিতেই ব্রাজিল দলে ফেরার চেষ্টা করছেন এই ৩৩ বছর বয়সী তারকা।

গত নভেম্বরে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার পর থেকেই দারুণ ফর্মে নেইমার। এরপর খেলা ৭ ম্যাচে করেছেন ৫ গোল। জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের আর্মব্যান্ড পরে নেমে করেছিলেন হ্যাটট্রিক। নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই অবনমন এড়িয়ে কোপা সুদামেরিকানায় জায়গা করে নিয়েছে পেইজিরা।

ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান নেইমার। গত ডিসেম্বরের শুরুতে নেইমার প্রতিশ্রুতি দিয়েছিলেন, দলে সুযোগ পেলে তিনি বিশ্বকাপের ফাইনালে গোল করবেন এবং ট্রফি দেশে নিয়ে আসবেন। কোচ আনচেলত্তি নেইমারের জন্য দলের দরজা এখনও বন্ধ করে দেন নি, তবে ভয়াবহ হাঁটুর চোটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে তিনি সেলেসাওর হয়ে আর খেলেননি।

বার্সেলোনা ও পিএসজির সাবেক এই উইঙ্গার ২০২৩ সালে আল-হিলালে যোগ দেওয়ার পর এবং গত বছরের শুরুতে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার আগপর্যন্ত মোট ৮৯টি ম্যাচ মিস করেছেন।

তবে এত দীর্ঘ সময় ইনজুরি নিয়ে থাকলেও তিনি ব্রাজিলিয়ান সেরি আ ক্লাব সান্তোসকে সাহায্য করতে পিছপা হননি। গত মৌসুমে ১১টি গোল ও চারটি অ্যাসিস্ট করে দলকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবু ব্রাজিল দলে ফেরার লড়াইটা তার জন্য কঠিনই হচ্ছে, যদিও তিনি ৭৯ গোল নিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়াতে নাটকীয় এক পদক্ষেপ হিসেবে তিনি ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের সহায়তা নিতে যাচ্ছেন বলে জানা গেছে।

‘ডক্টর মিরাকল’ নামে পরিচিত সান্তোস তার ব্যতিক্রমী চিকিৎসা পদ্ধতির জন্য বিশ্বজুড়ে পরিচিত, যার মাধ্যমে ফিলিপ কুতিনহো ও মাতেউস কুনহার মতো তারকা ফুটবলাররা গুরুতর চোট থেকে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পেরেছেন।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ৪৫ বছর বয়সী এই ‘মিরাকল ওয়ার্কার’ নেইমারের বাঁ হাঁটুর আংশিক আর্থ্রোস্কোপিক মেনিসেকটমি অপারেশনের পর তার চিকিৎসার দায়িত্ব নেবেন।

২০২৩ সালের সেপ্টেম্বরেই পেলের রেকর্ড ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোলসংখ্যা ৭৯ হলেও এখন পর্যন্ত আনচেলত্তির নতুন পরিকল্পনায় তিনি জায়গা পাননি।

সম্প্রতি ব্রাজিল কোচ নেইমারকে দলে না রাখার প্রসঙ্গে কথা বলেছেন এবং স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কারও কাছে ‘ঋণী’ নন। আনচেলত্তি বলেন, 'আমরা যখন নেইমারের কথা বলি, তখন অন্য খেলোয়াড়দের কথাও বলতে হবে। আমাদের ব্রাজিলের কথা ভাবতে হবে—নেইমারকে নিয়ে বা ছাড়া, অন্য খেলোয়াড়দের নিয়ে বা ছাড়া।'

মার্চের ফিফা উইন্ডোর পর আমরা চূড়ান্ত তালিকা করব। আমি বুঝি সবাই নেইমারকে নিয়ে খুব আগ্রহী। তবে পরিষ্কার করে বলি, এখন ডিসেম্বর, বিশ্বকাপ জুনে। মে মাসে আমি বিশ্বকাপে যাওয়া দল বেছে নেব। নেইমারের যদি জায়গা প্রাপ্য হয়, যদি সে ফিট থাকে এবং অন্য কারও চেয়ে ভালো হয়, তাহলে সে বিশ্বকাপ খেলবে। আমি কারও কাছে ঋণী নই।'

 এমআই/ এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এসে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানালেন রাজনাথ সিং Jan 01, 2026
img
বিয়েতে মসলিন শাড়ি মানেই ঐতিহ্যের নরম ছোঁয়া! Jan 01, 2026
img
আয়-সম্পদের হিসেবে জোনায়েদ সাকিকে ছাড়িয়ে স্ত্রী Jan 01, 2026
img
মুখে অদ্ভুত চিত্র, পাশে আনুশকা, কী বার্তা দিলেন কোহলি? Jan 01, 2026
img
ছুটিতে রাশমিকা-বিজয়, নতুন বছরের পোস্টে তুমুল আলোচনা Jan 01, 2026
img
ডিসেম্বরে ১ বিলিয়নের বেশি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক Jan 01, 2026
img
নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘স্ট্রেঞ্জার থিংস’ Jan 01, 2026
img
শ্রদ্ধা জানাতে খালেদা জিয়ার কবরে জনস্রোত Jan 01, 2026
img
স্ত্রীসহ দুদকের আসামি আ. লীগের সাবেক কাউন্সিলর Jan 01, 2026
img
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে : তারেক রহমান Jan 01, 2026
img
সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো খালেদা জিয়ার সমাধিস্থল Jan 01, 2026
img
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতায় ৪ ফ্লাইটের অবতরণ Jan 01, 2026
img
মনোনয়নপত্র জমা দিতে না পারায় আইনি পথে হিরো আলম Jan 01, 2026
img
সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ বিস্ফোরণে নিহত একাধিক Jan 01, 2026
img
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা Jan 01, 2026
img
পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ, অধ্যাদেশ কার্যকর Jan 01, 2026
img
ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন পাকিস্তানের স্পিকার Jan 01, 2026
img
মায়ের মতোই গুণ পেয়েছেন তারেক রহমান : বাবর Jan 01, 2026
img
র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি : বাবর Jan 01, 2026
img
ভারতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে সারজিসের ক্ষোভ Jan 01, 2026