বিপিএলে দিনের প্রথম ম্যাচটা হয়েছে বেশ জমজমাট। আগে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স তোলে ১৭৩ রান। জবাব দিতে নেমে ঢাকা ক্যাপিটালস থেমেছে ১৬৭ রান করে। ম্যাচে ৬ রানে জিতেছে সিলেট।
আগে ব্যাট করতে নামা সিলেটের হয়ে উজ্জ্বল ছিলেন অনেকেই। শেষ দিকে ২৪ বলে ৫০ রানের হার না মানা ইনিংস খেলে সব আলো কেড়ে নেন আজমতউল্লাহ ওমরজাই। পরে বল হাতেও উজ্জ্বল ছিলেন ওমরজাই। ৪০ রান খরচায় নেন ৩ উইকেট। তবে ওমরজাইয়ের ম্যাচে শেষ দিকে ঝড় তোলেন শামীম হোসেন পাটোয়ারী। নিশ্চিত হারা ম্যাচ ঘুরিয়ে দিতে দিতে পারেননি। ৪৩ বলে ৮১ রানের ঝড়ো এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন শামীম।
ব্যাট হাতে নানা সময়ে নিজের পাওয়ারহিটিংয়ের সামর্থ্য দেখিয়েছেন শামীম পাটোয়ারী। তবে আন্তর্জাতিকে কিছুটা খারাপ সময় গিয়েছে। তবুও কঠিন সময়ে শামীমে আস্থা রেখেছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ড সিরিজের শুরুতে শামীমকে বাদ দেওয়ায় ঝেরেছিলেন ক্ষোভও।
এবার বিপিএলে ঢাকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লিটনকে ধন্যবাদ দিলেন শামীম পাটোয়ারী। সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘শুরুতে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। উনি আমার উপর অনেক বিশ্বাস রেখেছে। কারণ এর আগে আমি ম্যাচ উইনিং নক খেলিছি। ২-৩ ম্যাচ খারাপ যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। যদি সবাই সাপোর্ট দেয় ভালোভাবে কামব্যাক করা যায় সহজেই।’
শামীম আরও বলেন, ‘অবশ্যই (খারাপ সময়ের মধ্যে) আমি আমার ফোকাসে ছিলাম। আমার মত করে ছিলাম, অনুশীলন করেছি। এটা (বিশ্বকাপ) নিয়ে এখন চিন্তা করছি না। এখানে ভালো টুর্নামেন্ট খেলছি। চেষ্টা করছি এখানে ভালো করে বিশ্বকাপের জন্য যদি সুযোগ পাই, ভালো প্রস্তুতি হবে আমার জন্য।’
২ ম্যাচে ১ জয়ের সাথে ১ ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটালস।
এসকে/টিএ