বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক যেন শোকবার্তায় ভরে উঠেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও গভীর শোক প্রকাশ করছেন।
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী লুইপা। সামাজিক যোগাযোগমাধ্যমে শৈশবের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,
“এই মহান নারীর হাত স্পর্শ করার সৌভাগ্য আমার একাধিকবার হয়েছে। একজন শিল্পী হিসেবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে এমন সম্মানজনক পুরস্কার পাওয়া আমার জীবনের বড় অর্জন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।”